গৌরনদী
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় হতাহত-২
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলা বার্থী নামক স্থানে গতকাল সোমবার দুপুর দুইটায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক নিহত ও একজন হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ অধির কুমার হালদার জানান, পাশ্ববর্তি কালকিনি উপজেলা কাসিমপুর গ্রামের দুই মটরসাইকেল আরোহী গতকাল দুপুর ২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বার্থী এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় মটরসাইকেল চালক কালকিনি উপজেলার কাসিমপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র মো. ফেরদৌস (২৬) মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর মটরসাইকেল যাত্রী একই গ্রামের মো. সুমন (২৫) গুরুতরভাবে আহত হন। দমকল বাহিীনির সদস্যরা আহতকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।