গৌরনদী
গৌরনদীতে হত্যা মামলায় মূল আসামিদের বাদ দেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বোমা হামলায় মৌজে আলী মৃধা নিহত হয়। এ ঘটনায় মঙ্গলবার নিহতের ছেলে মোঃ নজরুল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। বাদি নজরুল ইসলম অভিযোগ করেন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুর রব হাওলাদার মামলার এজাহার থেকে মূল হত্যাকারীদের নাম বাদ দিয়ে এজাহার নিয়েছেন।
লিখিত বক্তব্যে বাদি মোঃ নজরুল ইসলাম (৩২) বলেন, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ৫নং কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহনের সময় প্রতিদ্বন্ধী প্রার্থী মন্টু হাওলাদারের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী বোমা হামলা চালায়। এতে বোমার আঘাতে আমার বাবা মৌজে আলী মৃধা নিহত হন। এ ঘটনায় মঙ্গলবার আমি নিজে বাদি হয়ে আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করি। কিন্তু গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুর রব হাওলাদার মূল আসামি বাদ দিয়ে আমার চাচা ফিরোজ মৃধাকে ১নং আসামিসহ পরিবারের সদস্যদের আসামি করেছে।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুর রব হাওলাদার সংবাদ সম্মেলনে দেয়া অভিযোগ প্রত্যাখান করে বলেন, ঘটনার পর নিহতের পরিবারের কিংবা বাদির সাথে অদ্যবধি আমার কোন দেখা হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। এদিকে নিহতের স্বজন ও এলাকাবাসি শতাধিক ব্যক্তি মূল হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের নির্বাচিত সদস্য ফিরোজ মৃধার মুক্তির দাবিতে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন অতি দ্রæত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের অওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা চলে যান।