Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় দু’জন নিহতের ঘটনায় দুটি মামলা দায়ের, গ্রেপ্তার-৩

    | ২২:০৬, জুন ২২ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ফলাফল ঘোষনার পর পরাজিত প্রার্থী আরজ আলী সরদারের সমর্থকদের বোমা হামলায় বিজয়ী গিয়াস মৃধার সমর্থক আবু বকর ফকির নিহতসহ সহ ১০ জন আহত হয়। একই দিন একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বোমা হামলায় বিজয়ী প্রার্থী ফিরোজ মৃধার চাচাতো ভাই মৌজে আলী মৃধা নিহতসহ ১০ জন আহত হয়। এ দুটি ঘটনায় মঙ্গলবার গৌরনদী মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। ৯নং ওয়ার্ডের ঘটনায় বিজয়ী ও পরাজিত দুই প্রার্থীকেই হত্যা মামলার আসামি করা হয়েছে।

    পুলিশ জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী প্রার্থী খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গিয়াস মৃধাকে (৪০) বিজয়ী ঘোষনার পর পরাজিত প্রার্থী খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আরজ আলী সরদারের (৫০) সমর্থকরা সোমবার সন্ধ্যা সন্ধ্যা ৬টার দিকে বোমা হামলা চালালে বিজয়ী প্রার্থী গিয়াস মৃধার সমর্থক আবু বকর ফকির (২৭) ঘটনাস্থলেই মারা যান। এতে আরও ১০ জন আহত হয়। এ ঘটনায় নিহতের বাবা মোঃ আঞ্জু ফকির বাদি হয়ে পরাজিত প্রার্থী আরজ আলী সরদারকে প্রধান আসামি, তার জামাতা কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, পুত্র রাব্বি সরদারসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামিরা পলাতক রয়েছে।

    আপরদিকে একই দিন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ৫নং কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহনের সময় ৭নং পুরুষ বুথে ইউপি সদস্য প্রার্থী মোঃ ফিরোজ মৃধার সমর্থক নয়ন মৃধার জাল ভোট দিতে যান। এ সময় প্রতিদ্বন্ধী প্রার্থী মন্টু হাওলাদারের পুত্র এজেন্ট সাইফুল ইসলাম জাল ভোট প্রদানকারী মোঃ নয়নকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনাকে কেন্দ্র সদস্য প্রার্থী মোঃ ফিরোজ মৃধা ও মন্টু হাওলাদারের সমর্থকদের মধ্যে সোমবার দুপুরে সংঘর্ষ বোমাবাজির ঘটনায় ফিরোজ মৃধার চাচাতো ভাই মৌজে আলী মৃধা (৬৪) নিহতসহ ১০ জন আহত হয়। ভোটের ফলাফলে ফিরোজ মৃধা বিজয় লাভ করে। হতাহতের ঘটনায় মঙ্গলবার নিহতের ছেলে মোঃ নজরুল ইসলাম মৃধা (৩২) বাদি হয়ে নির্বাচিত প্রার্থী ও চাচা ফিরোজ মৃধাকে প্রধান, পরাজিত প্রার্থী মন্টু হাওলাদার (২নং নম্বর আসামি) তার ছেলে শাওন হাওলাদার (২২), মন্টু হাওলাদারের সমর্থক টুটল হাওলাদার(২২), সবুজ হাওলঅদার (২৪), সুজন হাওরঅদার (২৪), সুমন হাওলাদার (২১), দিদারুল মৃধা (২৫) মাইনুদ্দীন ইসলাম (৩০), জাহাঙ্গীর ঘরামী (৪৫), সহিদুল ইসলাম (৩৫)সহ ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৮০ জনসহ ১০১ জনকে আসামি করে মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করা হয়।
    মৌজে আলী মৃধা হত্যা মামলার বাদি নিহতের পুত্র মোঃ নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার চাচা ফিরোজ মৃধা প্রার্থী ছিলেন এবং সে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। চাচার সমর্থক আমার বাবা মৌজে আলী মৃধা প্রতিপক্ষের বোমা হামলায় মারা গেছেন। চাচা ফিরোজ মৃধাকে হত্যা মামলায় গ্রেপ্তার করে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে এটা খুবই অমানবিক ঘটনা। আপনার বাবা হত্যায় আপনার দায়ের করা মামলায় কি ১নং আসামি করেছেন চাচা ফিরোজ মৃধাকে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, আমিতো এজাহারের ১নং আসামি করেছি প্রতিদ্বন্দী প্রার্থী মন্টু হাওলাদারকে। চাচাকে আমি কোন আসামি করি নাই। সে কি করে মামলার ১নং আসামি হয়। এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ভোট কেন্দ্রে জাল ভোট দেয়া নিয়ে বিরোধ ও কেন্দ্রে বোমা হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছে ফিরোজ মৃধা বিষয়টি নিশ্চিত হওয়ার পরে তাকে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বাদি নজরুল ইসলাম তার চাচাকে ১নং আসামি দিয়েই মামলা করেছে।

    মঙ্গলবার দুপুরে খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর, খাঞ্জাপুর, পশ্চিম খাঞ্জাপুর, গিয়ে দেখা গেছে এক ধরনের নিরবতা। শোকে স্তব্ধ হয়ে গেছে গ্রামের মানুষ। পাশাপাশি গ্রামগুলোতে চলছে এক ধরনের আতংক। গ্রামের যুব কিশোরসহ অধিকাংশ পুরুষ এলাকাছাড়া। এ সময় গ্রামের মোঃ সৈজদ্দিন (৮০), মমতাজ বেগম (৪৫), চাহেরন বেগম (৫০) বলেন, বাবা মোগো এ্যাহানে ভোট দিতে যাইয়া মানুষ খুন অইছে হেইয়ার লাইঘ্যা পোলাপান ভয়ে বাড়ি ছাইড়া গেছে। উত্তর কমলাপুর, ইল্লা গ্রামের নুসরাত বেগম (৩৮) বলেন, মোগো গ্রামে ভোটের লাইগ্যা দুইটা পরান চইললা গেল। মোরা সবাই ভয়ে আছি। আতংকের কথা স্বীকার করে ৮নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মোঃ গিয়াস মৃধা বলেন, গ্রামে আতংক আছে কিন্তু আমি বাড়ি বাড়ি গিয়ে সবাই আশস্ত করার চেষ্টা করেছি। যাতে ভীতি কেটে যায়।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, ৯নং ওয়ার্ডের ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে নজরুল ইসলাম বাদি হযে ২১ জনের নাম উল্লেখসহ ১০১ জনতে আসামি করে মঙ্গলবার একটি হত্যা মামলা দাযের করেছে। পুলিশ এজাহারভূক্ত আসামি বিজয়ী প্রার্থী ফিরোজ মৃধা, তার সমর্থক নয়ন মৃধা, পরাজিত প্রার্থী মন্টু মৃধঅর সমর্থক মাহফুজুর রহমান ওরফে ইমনকে মঙ্গলবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। ৮নং ওয়ার্ডের ঘটনায় নিহত আবু বকর ফকিরের বাবা আঞ্জু ফকির বাদি হয়ে ৩১ জনের নাম উল্লেখ ও ২৫ জন অজ্ঞতনামাসহ ৫৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

    Post Views: ৩০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বরিশাল-১ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
    • স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান
    • ‎বরিশাল-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন‘র মনোনয়নপত্র জমাদান
    • গৌরনদীতে ড্রাগিস্ট সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যা কারীদের বিচারের দাবীতে-গৌরনদীতে মানববন্ধন ও সমাবেশ
    • আধুনিক সভ্যতার প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে গণমাধ্যম …জহির উদ্দিন স্বপন
    • সংবাদপত্র কার্যালয়ে হামলার প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    Top