গৌরনদী
গৌরনদীতে রাতের আঁধারে যুবককে অপহরন করে বেদম নির্যাতন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে সোমবার রাত দেড়টায় এক যুবককে অপহরন করে মুঠোফোনে মুক্তিপন দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরনকারীদের দাবির আংশিক পরিশোধ করলে মঙ্গলবার সকালে সাদা প্রাইভেটকার করে এসে চন্দ্রহার বাজারে ফেলে যায় যুবক শাহাদাত হোসেনকে (৩৭) । হাতুরী দিয়ে পিটেয়ে গুরুতরভাবে আহত করায় অপহৃতকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অপহৃতার স্ত্রী ফাতেমা ইয়াসমিন গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অপহৃতার স্ত্রী ফাতেমা ইয়াসমিন জানান, প্রতিদিনের ন্যায় স্বামী সন্তান নিয়ে নিজ বসত ঘরে ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে ঘরের দরজা ধাক্কাধাক্কি করলে পরিচয় জানতে চান। এ সময় বাহির থেকে ডিবি পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ৫ জন ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে স্বামী শাহাদাতকে মারধর করতে থাকে এবং এক পর্যায়ে তাকে হাতে হ্যান্ডকাপ পড়িয়ে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। তিনি (ফাতেমা ) অভিযোগ করে বলেন, ওকে নিয়ে যাওয়ার পরে রাত সোয়া ২টার দিকে আমি চন্দ্রহার বাজারে গিয়ে বাজারের দোকানদের জাগিয়ে ঘটনাটি বলি। এরই মধ্যে রাত আনুমানিক পোনে তিনটার দিকে (০১৮৯০৭৯৭৮৯০) নম্বর থেকে স্বামী শাহাদাত হোসেনের নম্বরে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে রাতের মধ্যে টাকা নিয়ে চন্দ্রহার বাজারের সেতুর কাছে থাকতে বলে। টাকা না দিলে স্বামীকে হত্যার হুমকি দেয়। এই রাতে এত টাকা কোথায় পাবো কাকুতি মিনতি করলে ফোন কেটে দেন। আমি ও আমার দেবর নাসির উদ্দিন (২৫) ঘরে থাকা ২৫ হাজার টাকা আমার গলার চেইন ও কামের দুল যার মূল্য (১লাখ ৬০ হাজার) দেয়া হয়। পরে ভোর ৬টার দিকে গাড়িযোগে এসে বাজারে লোকজনের উপস্থিতিতে প্রকাশ্যে গাড়ি থেকে আহত অবস্থায় স্বামী শাহাদাতকে ফেলে যায়। আমরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শাহাদাত হোসেন বলেন, ওরা আমাকে গাড়িতে তুলেই চোখ মুখ বেধে ফেলে এবং হাতুরী দিয়ে পেটাতে থাকে। গাড়ির মধ্যে আমাকে ৩/৪ ঘন্টা নির্যাতন করে। এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, ভিকটিমের স্ত্রী ফাতেমা ইয়াসমিন বাদি হয়ে মঙ্গলবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনী য়ব্যবস্থা নেওযা হবে।