গৌরনদী
মাইক্রোবাসসহ আন্তঃ জেলা ছিনতাইকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী হাইওয়ে থানা পুলিশ শনিবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো চ ১৫-১২৯০ নম্বরের একটি মাইক্রোবাসসহ আন্তজেলা ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মাহাবুব ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ জানতে পারেন গৌরনদীর পার্শ্ববর্তি উজিরপুর উপজেলার ইচলাদী বাসষ্ট্যান্ড থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ আন্তজেলা ছিনতাইকারী দলের এক সদস্য গৌরনদীর দিকে যাচ্ছে। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রæত ঘটনাস্থলের দিকে রওনা হয়। পথিমধ্যে গৌরনদী উপজেলার মাহিলাড়া নামক স্থানে পুলিশ পৌছলে মাইক্রোবাসটি আসতে দেখে পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রোটি থামিয়ে দেন। এ সময় মাইক্রোবাসের চালক আন্তঃজেলা ছিনতাইকারী দলের সদস্য আরিফুজ্জামান ওরফে রুবেলকে (২৮) আটক করা হয়। আটককৃত রুবেল নড়াইল জেলার লোহাগড়া থানা সদরের খান জাফর আলীর পুত্র।
হাইওয়ে থানা ফরিদপুর জোনের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে মাইক্রোবাস নিয়ে দীর্ঘ দিন যাবত আন্তঃজেলা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র একের পর ছিনতাই সংগঠিত করে আসছিল। হাইওয়ে পুলিশ এই চক্রকে ধরতে ধারাবাহিত অভিযানের অংশ হিসেবে ছিনতাইকারী চক্রটির এক সদস্যকে আটক করতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি মামলা দাযের করা হয়েছে। হাইওয়ে পুলিশ আটক ছিনতাইকারী আরিফুজ্জামান রুবেলকে (২৮) ও মাইক্রোবাসটিকে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।