বরিশাল
উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে বরিশালের উজিরপুরে ইচলাদী বাসস্ট্যান্ডে সকাল ১০টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উজিরপুর উপজেলা এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন অনুষ্ঠানে উজিরপুর উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ আবুল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক জি.এম আলামিন, বরিশাল জেলা শাখার আলীয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক এইচ,এম আরিফুল ইসলাম, উজিরপুর উপজেলা সম্পাদক মোঃ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, উপজেলা শাসনতন্ত্র আন্দোলনের সদস্য কাজী শহিদুল ইসলাম প্রমুখ। ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যত ও দেশের অবস্থা তুলে ধরেন।