গৌরনদী
গৌরনদী মডেল থানার ওসি বরিশাল জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ পুলিশ হেড কোয়াটারের নির্দেশনায় সারা বাংলাদেশ পুলিশ অফিসারদের অভিন্ন মানদন্ডে মূল্যানের কর্মসূচীর অংশ হিসেবে এবং উক্ত মানদন্ডের পরিমাপে বরিশাল জেলার শ্রেষ্ট ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন। সোমবার বরিশাল জেলা পুলিশ সুপার তার হাতে ¯্রষ্টেত্ব অর্জনের সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন। ওসি আফজাল হোসেন এর আগেও দুই বার জেলার শ্রেষ্ট ওসি নির্বোচিত হয়েছেন।
বরিশাল জেলা পুলিশ সপার কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশ হেড কোয়াটারের নির্দেশনায় সারা বাংলাদেশ পুলিশ অফিসারদের অভিন্ন মানদন্ডে মূল্যানের কর্মসূচী গ্রহন করেছে বাংলাদেশ পুলিশ। ওই মানদন্ডে ভিত্তিতে সারা দেশে অভিন্ন মানদন্ডে মূল্যানে শ্রেষ্ট ওসি নির্বাচিত করা হয়েছে। বরিশাল জেলার সকল ওসিদের মূল্যায়ন করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেনকে শ্রেষ্ট ওসি নির্বাচিত করা হয়েছে। সোমবার বরিশাল জেল পুলিশের ত্রি-মাসিক কল্যান সভায় বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন ওসি আফজালের হাতে শ্রেষ্টেত্বের সম্মননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন। এর আগে ২০১৯ সালে ওসি আফজাল হোসেন গৌরনদী থানার ওসি থাকা অবস্থায় এবং ২০২০ সালে আগৈলঝাড়া থানার ওসি থাকা অবস্থায় দুইবার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন।
একই মূল্যায়নে অতিদ্রæত মামলা তদন্ত শেষ করা ও মামলা নিষ্পত্তি করায় জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান। বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন জানান, বাংলাদেশ পুলিশ অফিসারদের অভিন্ন মানদন্ডে মূল্যানের মানদন্ডে ওসি আফজাল হোসেন বরিশাল জেলার শ্রেস্ট ওসি নির্বাচিত হয়েছে। এ সম্মননা জেলার সকল ওসিদের সততা ও নিষ্টার সঙ্গে দায়িত্ব পালনের উৎসাহিত করবে।