বরিশাল
উজিরপুরের মৃত মুক্তিযোদ্ধাকে নিয়ে কটুক্তি ও পরিবারের সদস্যদের প্রাননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুরের মৃত মুক্তিযোদ্ধাকে কটুক্তি ও পরিবারের সদস্যর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও প্রাননাশের হুমকির প্রতিবাদে শনিবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসষ্টান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। প্রতিবাদ সমাবেশে বক্তারা অনতিবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
মৃত মুক্তিযোদ্ধাকে কটুক্তি ও পরিবারের সদস্য প্রাননাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদে আজ বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘন্টা ব্যাপি ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসষ্টান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। উজিরপুর বামরাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হায়দার শরীফের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াদুত সরদার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান পূর্নবাসন সোসাইটি কেন্দ্রীয় কমান্ডের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরদার, বীর মুক্তিযোদ্ধা জহিরুল আলম শরীফ, আয়নাল হক হাওলাদার, আঃ আউয়াল হাওলাদার, মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের ছোট ভাই আলমগীর হোসেন সরদার, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি উৎপল চক্রবর্তী,বামরাইল ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আরিফ শরীফ প্রমূখ। বক্তারা মৃত মুক্তিযোদ্ধার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
স্থানীয় লোকজন, ভূক্তভোগী পরিবার ও সংশ্লিষ্টরা জানান, বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল গ্রামের মৃত আঃ রব সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরদারের সঙ্গে একই গ্রামের জামাল সরদার ও জালাল সরদারের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ১৯ মে সন্ধ্যা সাড়ে ৭ টায় মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার নিজ বাড়িতে মারা যান। তার লাশ দাফনের জন্য পারিবারকি গোরস্থানে সিদ্বান্ত নেন পরিবারের লোকজন ও ইউনিয়ন মুক্তিযোদ্ধারা। সেই অনুযায়ি ওই রাত ১০টায় স্থানীয় প্রশাসন রাষি।ট্র য়মর্যদায় লাশ দাফন করতে গেলে প্রতিপক্ষ জামাল সরদার ও জালাল সরদার লোকজন নিয়ে লাশ দাফনে বাঁধা দেন। এ নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হলে প্রশাসনের উদ্যোগে লাশ দাফন করা হয়। বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াদুত সরদার জানান, লাশ দাফন করার পরে মৃত মুক্তিযোদ্ধা শাহজাহানকে নিয়ে জামাল সরদার ও জালঅল সরদার এলাকায় বিভিন্ন কটুক্তিমূলক কথা বলে এবং পরিবারের লোকজনকে সমাজে হেয়প্রতিপন্ন করে কথা বলে। মুক্তিযোদ্ধা শাহজাহানের পরিবারের লোকজন প্রতিবাদ করলে তাদের গালিগালাজ করে। শুক্রবার বিকেলে বামরাইল বাসষ্টান্ডে জালাল সরদার মৃত মুক্তিযোদ্ধা শাহজাহানকে অশ্লিল ভাষায় গালিগালাজ করলে স্থানীয় একাধিক মুক্তিযোদ্ধা প্রতিবাদ করলে তাদেরকে লাঞ্চিত করে। মুক্তিযোদ্ধা শাহজাহান সরদারের ছেলে রুবেল সরদার,সোহেল সরদার, রিপন সরদার, মেয়ে সাজেদা বেগম অভিযোগ করে বলেন, বাবাকে অশ্লিল ভাষায় গালিগালঅজ করলে আমরা প্রতিবাদ করলে আমাদের প্রাননাশের হুমকি দেন জামাল ও জালাল সরদার। শুধু তাই নয় বাকবার মৃত্যুর ৪ দিন পরে আমাদেরকে হয়রানী করার জন্য গত ২৩ মে পরিবারের ৭ জনকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেছে।