Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়া, উজিরপুরে স্কুল ও কলেজের দুই ছাত্রী অপহরন, পৃথক দুটি মামলা দায়ের-গ্রেপ্তার-৩

    | ২১:১৮, জুন ০৪ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইক্কা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর (১৫) ছাত্রী ও পাশ্ববর্তি উজিরপুর শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী অপহরনের ঘটনায় শুক্রবার পৃথক থানায় দুটি অপহরন মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে দুই অপহৃত ছাত্রীকে উদ্ধার ও তিন অপহরনকারীকে গ্রেপ্তার করেছে।

    আগৈরঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা বাজারে দোকানে সহকারী হিসেবে কাজ করত বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ঝিলবুনিয়া গ্রামের মৃত সুরেন্দ্র নাথ মিস্ত্রীর ছেলে অনিক মিস্ত্রী (২৮)। অনিক মিস্ত্রী স্থানীয় আগৈলঝাড়া উপজেলার বারপাইক্কা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে(১৫) বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিল। এজাহারে বলা হয়, ৩১মে সন্ধ্যায় স্কুল ছাত্রী বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে শাহ বাড়ির কাছে পৌছলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা অনিক মিস্ত্রী তার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে স্কুল ছাত্রীকে অপহারন করে মটরসাইকেলযোগে নিয়ে যায়। আগৈরঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, মেয়ে অপহরনের ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে শুক্রবার অনিক মিস্ত্রীকে (২৮) প্রধান আসামি তার মা আভা রানী মিস্ত্রী (৪৫)সহ ৪ জনের নাম উল্লেখ করে ৬/৭ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি অপহরন মামলা দাযের করেছে। পুলিশ অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে উদ্ধার ও এজাহারভূক্ত প্রধান আসামি অনিক মিস্ত্রী (২৮) তার মা আভা রানী মিস্ত্রীকে (৪৫) শুক্রবার গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

    অপরদিকে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, উজিরপুর শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রীকে (১৭) একই উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের অমৃত লাল সমাদ্দারের বখাটে ছেলে সজিব সমাদ্দার (১৯) প্রেম নিবেদন করে। ছাত্রী তার প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষিপ্ত হয়ে সজিব সমাদ্দার (১৯) তাকে অপহরনের হুমকি দেয়। কলেজ ছাত্রীর বাবা বিষয়টি সজিবের পরিবারের কাছে বিচার দিলে আরো বেপরোয়া হয়ে যায়। পরবর্তিতে বৃহস্পতিবার বিকেলে কুড়ালিয়া স্কুলের পাশ থেকে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা বাদি হয়ে ওই দিন উুিজরপুর মডেল থানায় ৫ জনকে আসামি করে একটি অপহরন মামলা দায়ের করেছে। পুলিশ কুড়ালিয়া গ্রামের ২নং ওয়ার্ড ইউপি সদস্য সুনিল ঢালীর বাড়িতে শুক্রবার অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার ও আসামি সজিবকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    Post Views: ৬৪৮

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • আগৈলঝাড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
    • অর্ধবার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
    • গৌরনদীতে দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
    • গৌরনদীতে বাল্য বিয়ে পন্ড, বর-কনের   ৮০হাজার টাকা জড়িমানা
    • গৌরনদীতে দুই বসতঘরে আগুন দিলো মাদক সেবী
    • সুস্থ্য জীবনে ফিরতে চায় মুরাদ
    • গৌরনদীতে দুই আওয়ামী লীগ নেতাসহ  গ্রেপ্তার-৭
    Top