বরিশাল
উজিরপুরে হাত-পা বাধাঁ অচেতন ইজিবাইক চালককে ডোবা থেকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুরে হাত-পা বাধাঁ অচেতন অবস্থায় ইজিবাইক চালককে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী একটি ডোবা থেকে মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল আহসান জানান, সম্প্রতি সময়ে এ অঞ্চলে ইজিবাইক ছিনতাই চক্র সক্রিয়। প্রায়ই ভাড়ায় নিয়ে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই করা হচ্ছে। শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের ইউনুস বয়াতির ছেলে ইজিবাক চালক মোঃ সাইফুল ইসলাম (২৫) সোমবার নিখোঁজ হন। স্বজনরা খোজাখুজি করে তাকে না পেয়ে থানায় একটি সাধারন ডায়রী করে। মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী শেখ বাড়ির পাশে একটি ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় স্থানীয়রা এক যুবককে দেখতে পেয়ে থানাকে অবহিত করে। খবর পেয়ে উজিরপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জুয়েল হোসেন ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ধারনা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই চক্র তাকে অচেতন করে ইজিবাইক ছিনিয়ে চালক মোঃ সাইফুল ইসলামকে (২৫) ডোবায় ফেলে যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।