গৌরনদী
রাতের আধাঁরে সংখ্যালগু পরিবারের জমি দখল
নিজস্ব প্রতিবেদক, রাতের আধাঁরে জোরপূর্বক অবৈধ ভেক্যু মেশিন দিয়ে মাটি কেটে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রয়কৃত সম্পত্তি দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। দখলদারদের বাঁধা প্রদান করায় তারা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ হত্যার হুমকি প্রদান করেছে।
প্রভাবশালীদের হুমকির মুখে ভুক্তভোগি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের মধ্যে চরম আতংক বিরাজ করছে। দখলদারদের কবল থেকে সম্পত্তি রক্ষার জন্য সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের কেফায়েত নগর গ্রামের।
ওই গ্রামের মৃত কালিচরন শিকদারের পুত্র সুধীর চন্দ্র শিকদার ও নিধীর চন্দ্র শিকদারের লিখিত আবেদনে জানা গেছে, কেফায়েত নগর মৌজার বিএস ৩২০নং খতিয়ানের বিভিন্ন দাগের ক্রয়কৃত ভোগদখলীয় এবং রেকর্ডীয় বসতঘর সংলগ্ন ১৯.৯২ শতাক সম্পত্তির ওপর দীর্ঘদিন থেকে লোলুপ দৃষ্টি পরে স্থানীয় কতিপয় প্রভাবশালীর। তারই ধারাবাহিকতায় রবিবার দিবাগত মধ্যরাতে প্রতিবেশী গহর আলী হাওলাদারের পুত্র প্রভাবশালী এমদাদ হাওলাদার ও তার পুত্র মিরাজ হাওলাদার, রিয়াজ হাওলাদার এবং তাদের সহযোগিরা জোরপূর্বক অবৈধ ভেক্যু মেশিন দিয়ে মাটি কেটে দখল করে নিয়েছে। আবেদনে আরও জানা গেছে, প্রভাবশালীদের মাটি কাটতে বাঁধা প্রদান করায় তারা বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাননাশের হুমকি প্রদর্শন করেন। লিখিত আবেদন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।