বরিশাল
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উজিরপুরের আশ্রয়ন প্রকল্পের উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে রোববার দেশের ১১০টি বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র উদ্বোধন করবেন। এরমধ্যে মাত্র ৩টি আশ্রয়ন কেন্দ্রে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এলঅকাবাসির সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাস জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১১০ টি বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র উদ্বোধন করলে সরসরি ভিডিও কলে কথা বলবেন তিনটি প্রকল্প এলাকার লোকজনরে সঙ্গে। তার মধ্যে বরিশালের উজিরপুরের রামেরকাঠী টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট এন্ড কমার্স কলেজের ৩ তলা বিশিষ্ট বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রটি রয়েছে। ইতিমধ্যে ওই স্থানে প্যান্ডেল করে বিপুল লোকসমাগনের ব্যাপক প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এলাকার সুবিধাভোগী একাধিক মানুষের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন। শনিবার সাংসদ মোঃ শাহ আলম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন অনুষ্ঠানস্থল পরিদর্শন করে সাবির্ক প্রস্তুতি সম্পন্ন করেন।