বরিশাল
আগৈলঝাড়ায় যুবদল নেতার উপর হামলা, বাবাকে রক্ষয় এগিয়ে পুত্র ছাত্রদল নেতা জখম
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার সদরে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাকির পাইক (৪৫)র উপর হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের কতিপয় নেতাকর্মী। যুবদল নেতা বাবাকে রক্ষায় এগিয়ে গেলে পুত্র আগৈলঝাড়া আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মঈন পাইককে (২০) রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত পিতা পুত্র গোপনে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
স্থানীয়রা জানান, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাকির পাইক ও তার পুত্র আগৈলঝাড়া আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মঈন পাইক নিজ বাড়ি ফুলশ্রী থেকে উপজেলা সদরে যাওয়ার পথে উপজেলা সদরের হেলিপ্যাড বাইপাস সড়কে পৌছলে আগৈলঝাড়া উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী জাকির পাইকের উপর জিআই পাইপ, রড, লাকরী ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এ সময় পুত্র ছাত্রদল নেতা মঈন পাইক বাবাকে রক্ষায় এগিয়ে এলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।
আগৈলঝাড়া আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মঈন পাইক অভিযোগ করে বলেন, আমার বাবা আমাকে নিয়ে সদরে যাওয়ার পথে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের ১৫/২০ জন নেতাকর্মী জিআই পাইপ, রড, লাকরী ও লাঠিসোটা নিয়ে বাবার উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে পিটাতে থাকে। এ সময় আমি বাবাকে রক্ষায় এগিয়ে গেলে হামলাকারীরা আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আমাদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হাসপাতালে ভর্তি হতে ও থানা পুলিশকে জানাতে নিষেধ করে। আদেশ অমান্য করলে ভয়াবহ পরিনতির হুমকি দিয়ে চলে যায়। তাই পুনরায় হামলার ভয়ে গোপনে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। বরিশাল জেলা ছাত্রদলের সদস্য আকন্দ ফয়সাল মাহমুদ হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম ছরোয়ার বলেন, থানায় এ ধরনের কোন অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।