গৌরনদী
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-২
নিজস্ব প্রতিবেদক, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি বাসষ্টান্ডে আজ বুধবার সকালে বরিশাল থেকে ছেড়ে আসা অজ্ঞাতনামা একটি বাস বরিশালগামি মাহেন্দ্রাকে ধাক্কা দিলে দুই যাত্রী গুরুতরভাবে আহত হন। চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা যান। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ভূইয়া জানান, বুধবার সকালে গৌরনদী বাসষ্টান্ড থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি মাহেন্দ্রা বরিশাল যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কর গৌরনদী উপজেলার আশোকাঠি বাসষ্টান্ডে পৌছলে বরিশাল থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাতনামা বাস মাহেন্দ্রাটিকে ধাক্কা দেয়। এ সময় মাহেন্দ্রাটি ছিটকে পরে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিলসুনওটা গ্রামের মৃত সাহেব আলীর পুত্র মাহেন্দ্রা যাত্রী আল আমিন (৩২) ও বরিশাল বিমান বন্দর থানার গজালিয়া গ্রামের মৃত মজিদ হাওলারের পুত্র রাকিবুল হাসান (৩৪) নিহত। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।