গৌরনদী
গৌরনদীতে ২শ দুঃস্ত পরিবারকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রদান
নিজস্ব প্রতিবেদক, করোনার দ্বিতীয় ঢেউয়ে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের ৬টি গ্রামের দুঃস্ত অসহ্য়া ও কর্মহীন ২শটি পরিবারকে খাদ্য সহায়তা ও ঈদ উপহার প্রদান করেন সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ২৫ কেজি, আলু ৩ কেজি, মুশুরীর ডাল ২ কেজি, সয়াবিন ২ লিটার, পিয়াজ ২ কেজি, সেমাই ১ কেজি, চিনি ২ কেজি, লবন ১ কেজি, লাক্স সাবান ২টা, শাড়ী ১টা, লুঙ্গি ১টা ও মাক্স ৫টি।
সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. মোস্তাফিজুর রহমান ওরফে দিনুর নাঠৈ গ্রামস্থ বাসভবনে সামনে সকাল ১০টায় সামাজিক দুরত্ব বজায় রেখে গৌরনদী উপজেলার নাঠৈ, দক্ষিন নাঠৈ, উত্তর নাঠৈ, চাঁদশী, পশ্চিম শাওড়া ও গৈলা গ্রামের দুঃস্তদের মাঝে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এসব সামগ্রী বিতরন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এস,এম, মহিউদ্দিন বাদশা, সমাজকল্যান সম্পাদক এস,এম হাবিুরবরহমান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ক্লিনিক এসোসিয়েশনের সহ-সভাপতি মাহামুদুল হাসান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ নাছিম শরীফ ।