গৌরনদী
এ কেমন শত্রুতা, গৌরনদীতে পাকা ধানে আগুন
নিজস্ব প্রতিবেদক,বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামে আরজ আলী সরদারের বাড়িতে পাকা ধানের স্তুপে শুক্রবার রাতে অজ্ঞাতনামা দূবৃত্তরা প্রায় ৪ একর জমির ধান আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় আড়াই লাখ ধান আগুনে পুড়ে যায়। এ ঘটনায় গতকাল শনিবার আরজ আলী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
গ্রামবাসি ও পুলিশ জানান, এ বছর তিনি ৫ একর জমিতে বোরো চাষ করেন। সম্প্রতি সময়ে ক্ষেতের ধান পাকলে শ্রমিক নিয়ে ৪ একর জমির ধান কেটে মাড়াইর জন্য নিজ বাড়ির আঙ্গিনায় স্তুপ করে রাখেন। ক্ষেতের বাকি ধান কেটে এক সাথে মাড়াইর জন্য রাখা হয়। শুক্রবার দিবাগত গভীর রাতে অজ্ঞাতনামা দূবৃত্তরা স্তুবকৃত ধানে আগুন ধড়িয়ে াদয়ে পালিয়ে যান। খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কৃষক আরজ আলী জানান, রাত দেড়টার দিকে বাড়ির সামনে ধানের স্তুপে আগুন জ্বলতে দেখে আশাপাশের লোকজন ডাক চিৎকার দিলে গ্রামের প্রায় দেড় শতাধিক মানুষ দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে প্রায় ৩শত মন ধান পুড়ে ছাই যায়। আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, আরজ আলীর মৃধার বাড়িতে ধানের স্তুপে আগুন দেয়ার বিষয়ে আরজ মৃধা বাদি হয়ে থঅনায় লিখিত াভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।