গৌরনদী
বোষ্টন বিএনপির সভাপতির উদ্যোগে গৌরনদীতে ৪০ জন দুঃস্ত প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরন
নিজস্ব প্রতিবেদক, আমেরিকা প্রবাসী ও বোষ্টন বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলমের অর্থায়নে বরিশালের গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ৪০ জন দুঃস্ত প্রতিবন্ধীদের মাঝে শনিবার হুইল চেয়ার বিতরন করা হয়।
টরকী আল আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলে সকাল ১০টায় হুইল চেয়ার বিতরন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হোসেন মিয়া। এতে উপস্থিত ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মহিলা দলের বরিশাল উত্তর জেলা আহবায়ক তাসলিমা বেগম, গৌরনদী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ গফুর সরদার, যুবদল নেতা মাসুম, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, ইউনিটর সহ-সভাপতি এস, এম, মিজান, প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাসান মাহমুদ, ইউপি সদস্য বাদশা খলিফা, শিপ্রা রানী, শিল্পি বেগম প্রমূখ। আলোচনা শেষে ৪০ জন দুঃস্ত প্রতিবন্ধীকে ৪০ টি হুইল চেয়ার বিতরন করা হয়।