গৌরনদী
গৌরনদীতে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদীতে ৩৬টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী এবং মাক্স বিতরণ করা হয়েছে।
মাটির টানে সবুজের প্রানে ফেসবুক গ্রæপের অর্থায়নে বৃহস্পতিবার সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। মাটির টানে সবুজের প্রানে ফেসবুক গ্রæপের এডমিন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিথুন বণিক, ইউপি সদস্য মিজানুর রহমান, সাবেক ইউপি সচিব মাহাতাব হোসেন প্রমুখ। শেষে ৩৬টি অস্বচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, চিনিসহ নয় প্রকারের খাদ্য সহায়তা ও মাক্স বিতরণ করা হয়।