গৌরনদী
গৌরনদীর প্রবীণ ব্যক্তিত্ব জহিরউদ্দিন সরদারের মৃত্যু \ বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের সরদার বাড়ি নিবাসী প্রবীণ ব্যক্তিত্ব মোঃ জহির উদ্দিন সরদার ওরফে জদু সরদার (১১২) বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। রোববার সকালে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। প্রবীণ ব্যক্তিত্ব’র জানাযায় উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান আলহাজ¦ ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী বিআরডিপির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জহির সাজ্জাদ হান্নান শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন শরীফ, বিএনপি নেতা শরীফ সাহাবুব হাসান, সাবেক পৌর কাউন্সিলর ফরিদ হোসেন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। এ ছাড়া প্রবীণ ব্যক্তিত্ব জহির উদ্দিন সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, সুপ্রীম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম স্বজল, বিএনপি নেতা অ্যাডভোকেট এস.এম মনিরুজ্জামান মনির।