গৌরনদী
আগৈলঝাড়ায় স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় স্ত্রীর দায়ের করা মামলায় বৃহস্পতিবার স্বামীকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
এজাহারে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের সুমন সিকদার (৩২) ৫ বছর পূর্বে একই উপজেলার বাকাল গ্রামের নগরবাড়ি গ্রামের আলাউদ্দিন তালুদারের মেয়ে ফাতেমা আক্তারকে (২৩) সামাজিকভাবে বিয়ে করে। বিয়ের সময় স্বামী সুমন সিকদারকে ৫০ হাজার টাকা যৌতুক দেয়া হয়। সম্প্রতি সময়ে সুমন সিকদার আরো ১লক্ষ টাকা যৌতুক আনার জন্য স্ত্রী ফাতেমাকে চাপ সৃষ্টি করে। বাবার বাড়ি থেকে যৌতিক আনতে ফাতেমা অস্বীকার করলে প্রায়ই তাকে মারধর করা হয়। গত বুধবার রাতে ফাতেমাকে যৌতুকের জন্য পুনরায় চাপ দিলে এই নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী সুমন সিকদার ও তার বাড়ির লোকজন ফাতেমাকে বেদম মারধর করে। গুরুতর অবস্থায় তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয়। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সুমন সিকদার নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, নির্যাতনের কথ্ সঠিক না। তবে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়েছে।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম ছরোয়ার বলেন, এ ঘটনায় নির্যাতিতা ফাতেমা বেগম বাদি হয়ে বৃহস্পতিবার সকালে থানায় স্বামী সুমন সিকদার, দেবর ও শ্বাশুড়ীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলার দায়েরের পরে পুলিশ স্বামী সুমন সিকদারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। ওই দিন (বৃহস্পতিবার) সুমন শিকদারকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।