গৌরনদী
চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্বীয় শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়া যুবক
নিজস্ব প্রতিবেদক, স্বামী স্ত্রীর দাম্পত্যের কলহে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়ার পর তিন দিন চিকিৎসা শেষে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে আইসিইউতে সোমবার রাতে মারা যান বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের যুবক সাগর ফকির (৩০)।
স্থানীয় লোকজন ও পারিবারিক একাধিক সূত্র জানান, ৫ বছর আগে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের গ্রামের লিয়াকত ফকিরের পুত্র সাগর ফকির (৩০) পাশ্ববর্তি কালকিনি উপজেলার ঠেঙ্গামারা গ্রামের রাশিদা বেগমকে (২০) সামাজিকভাবে বিয়ে করেন। বিয়ের পরে তাদের সংসারে দুটি কন্যা সন্তান জন্ম নেয়। সম্প্রতি সময়ে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায়ে স্ত্রী রাশিদা বেগম দুই সন্তান নিয়ে বাবার বাড়ি কালকিনির ঠেঙ্গামারা গ্রামে চলে যান। শনিবার সকালে সাগর ফকির স্ত্রী সন্তানকে ফিরিয়ে আনতে গেলে স্ত্রী রাশিদা স্বামীর বাড়িতে ফিরে আসতে অসম্মতি জানান এবং তার সাথে আর সংসার করবে না বলে পরিস্কার জানিয়ে দেন। এতে রাগ, ক্ষোভ ও অভিমান করে শনিবার সকালে স্বামী সাগর ফকির নিজ বাড়িতে ফিরে এসে স্বেচ্ছায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
চাচাতো বড় ভাই রমজান ফকির (৪০) জানান, রমজান ফকিরকে রক্ষা করতে গিয়ে তার মা আমেনা বেগম অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। এ সময় বাড়ির লোকজন সাগর ফকির ও তার মা আমেনা বেগমকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে সাগরকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করে। অগ্নিদগ্ধ সাগর ফকিরের বাবা লিয়াকত ফকির কান্না জড়িত কণ্ঠে বলেন, বাজানে শরীরে আগুন দিয়া অনেক কষ্ট পাইয়া হাসপাতালে তিন দিন চিকিৎসা নিয়া মোর বাবায় মোগো ছাইররা চইললা গেছে। একাধিক স্বজন জানান, ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাতে সাগর ফকির মারা যান। তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে জানতে স্ত্রী রাশিদা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। সাগর ফকিরের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়ার বিষয়টি মর্মান্তিক। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।