বরিশাল
উজিরপুরে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুরে মহামারী করোনা ভাইরাস উপলক্ষে প্রাণি সম্পদ ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে ন্যায্য মূল্যে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সভ্যসাচী মজুমদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রধান অতিথি বলেন, দেশব্যাপী মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাণি সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় ন্যয্যমূল্যে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে।