গৌরনদী
গৌরনদীতে গাছ চাপায় শিক্ষার্থীর মৃত্যু, শ্রমিক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গাছ কাটার সময় গাছের চাপায় বরিশালের গৌরনদী পৌরসভার লাখেরাজ কসবা মহল্লার জসিম হাওলাদারের পুত্র ও কসবা হযরত মল্লিক দূত কুমার আলীম মাদ্রাসার ণূরানী বিভাগের রাকিব হাওলাদারের (১১) মৃত্যু হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ মহারাজ সিকদার (৫০) নামে এক শ্রমিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে রোববার সকালে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, লাখেরাজ কসবা মহল্লায় স্থানীয় রাজ্জাক বেপারীর বাগানের গাছ কাটার জন্য শ্রমিক হিসেবে ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার দত্তপরশবুনিয়া গ্রামের মহারাজ সিকদার ও তার পুত্র ইমনকে নামে দুই শ্রমিক ঠিক করেন। শনিবার সকাল থেকে শ্রমিকরা গাছ কাটা শুরু করেন। বিকেল ৫টার দিকে শিশু রাকিব হাওলাদার বাড়ির পাশের্^ খেলার ছলে গাছ কাটার পাশে দাড়িয়ে দেখছিল। এ সময় কেটে ফেলা গাছের ডাল রাকিবের মাথায় পড়ে গুরুতর জখম হয়। গাছ কাটা শ্রমিকরা গুরুতর আহত রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় নিহত শিশুর পিতা জসিম হাওলাদার শনিবার রাতেই গাছ কাটা শ্রমিক মহারাজ সিকদার ও তার পুত্র ইমন সিকদারকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ শ্রমিক মহারাজ সিকদারকে (৫০) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে রোববার সকালে সকালে জেল হাজতে ও লাশ ময়নাতদন্ত্রর জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।