বরিশাল
গৌরনদীতে জাটকা ইলিশ বিক্রির অপরাধে বিক্রেতাকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করে জাটক্ ইলিশ বিক্রি করার অপরাধে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ^াস রোববার সকালে এক মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা এবং ২০ কেজি জাটকা জব্দ করেছে।
উপজেলার বাটাজোর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাছ বিক্রেতা সোহাগ সরদারকে এ জরিমানা আদায় করে লিখিত মুসলেকা নেন। এবং জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। এ সময় উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল বাসার, ফিল্ড এসিস্টেন্ট বিকাশ কুমার নাগ উপস্থিত ছিলে।