গৌরনদী
উজিরপুরে শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পূর্ব সাতলা গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষনে ঘটনায় বৃহস্পতিবার উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এজাহারে বলা হয় শিশুটিকে চকলেট খাওয়ানের কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষন করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার পূর্ব সাতলা গ্রামের ৫ বছরের এক কন্যা শিশুকে একই গ্রামের মিতুল বেপারীর ছেলে শিমুল বেপারী (১৯) চকলেট খাওয়ানের কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি কাঁদকে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবা মাকে বিষয়টি জান জানান। পরে মা বাবা বাড়ির পাশের ও স্থানীয় লোকজনকে নিয়ে বখাটেকে ধাওয়া করলে বখাটে পালিয়ে যায়। পরে বখাটের বাবা মা বাড়িতে ফিরলে তাদের বিষয়টি জানিয়ে বিচার দেওয়া হয়। বাবা মা বিচার না করায় মামলা করা হয়।
শিশু ধর্ষনের ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদি হয়ে বৃহস্পতিবার শিমুল বেপারীকে (১৯) আসামি করে উজিরপুর মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল আহসান শিশু ধর্ষনের কথা স্বীকার করে বলেন, অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে।