Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে দুই চেয়ারম্যান ও দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

    | ১৯:০৩, মার্চ ২৮ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, প্রথম ধাপের নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে দুই মেম্বর প্রার্থীর মধ্যে গতকাল রোববার দুপুরে ও সরিকল ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন মোল্লা ও আওয়ামীলীগের বিদ্রোহী, ছাতা প্রতীকের প্রার্থী সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র হালদারের সমর্থককদের মধ্যে পৃথক পৃথক সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতরভাবে ৮ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পৃথকভাবে থানায় অভিযোগ করা হয়েছে।
    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গিয়াস মৃধা সাথে মেম্বর পদে প্রতিদ্বন্ধীতা করছে খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আরজ আলী সরদার । মোঃ গিয়াস মৃধা অভিযোগ করে বলেন, গতকাল রোববার দুপুর ২টার দিকে আমার টিউবয়েল মার্কার সমর্থনে প্রায় ৩/৪শ মহিলা কর্মী মিছিলে নিয়ে দারোগাবাড়ি সড়কে পৌছলে প্রতিপক্ষ প্রার্থী আরজ আলী সরদারের ছেলে বাবু সরদার (২৭) ও সমর্থক রকিব মৃধার (৩০) নেতৃত্বে ১২/১৪ জন সন্ত্রাসী লাঠি সোটা ও ধারাল অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আমার স্ত্রী রিমা আক্তার (২৬), সমর্থক কেয়া আক্তার (১৮), তাসলিমা বেগম (২১), সীমা আক্তার (২২), শিল্পি বেগম (৩৫) ও সবুজ দারোগা (৩৫)সহ ১০ জনকে রক্তাক্ত জখম করেছে। গুরুতরভাবে আহত ৫ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করে প্রার্থী আরজ আলীর পুত্র বাবু সরদার পাল্টা অভিযোগ করে বলেন, গিয়াস উদ্দিনের সমর্থকরা হামলা চালিয়ে আমাদের সমর্থক সোহেল হাওলাদার (২০), বিউটি বেগম (৩৫) ও রায়হান সরদার (২৫)কে আহত করেছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    অপরদিকে সরিকল ইউানয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন মোল্লার সমর্থকদের সাথে আওয়ামীলীগের বিদ্রোহী ছাতা প্রতীকের প্রার্থী ও সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র হালদারের সমর্থকদের মধ্যে শনিবার সন্ধ্যায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্রোহী প্রার্থী সুভাষ চন্দ্র হালদার অভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যায় আমার শতাধিক সমর্থক মিছিল নিয়ে সরিকল বাজারে যাওয়ার পথে মধ্য সরিকল পৌছলে নৌকা প্রতীকের প্রার্থী ফারুক হোসেন মোল্লার নেতৃত্বে তার ভাই সাহাব উদ্দীন মোল্লা (৩৫) ছেলে মামুন মোল্লা(৩৮)সহ ১৫/২০ জন সন্ত্রাসী লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে আমার মিছিল ছত্র ভঙ্গ করে দেয়। এ সময় আমার সমর্থক হারুন অর রশিদ (৫০), ফয়সাল (২৭) ও টিটু (৪৫)কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহিদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, খাঞ্জাপুর ইউনিয়নের ঘটনায় প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থক সবুজ দারোগা বাদি হয়ে ৬ জনের নামউল্লেখসহ ১০/১২ জনকে আসামি করে একটি এজাহার জমা দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৩৯৫

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • বিশিষ্ট সমাজ সেবক বাদল তালুকদার আর নেই
    • চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্বীয় শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়া যুবক
    • গৌরনদীতে মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার-২
    • উজিরপুরের শিকারপুর বন্দরে পুলিশ ক্যাম্প বহাল রাখার দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন
    • গৌরনদীতে গাছ চাপায় শিক্ষার্থীর মৃত্যু, শ্রমিক গ্রেপ্তার
    • গৌরনদীতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, অপহরনকারী গ্রেপ্তার
    • প্রবীন শিক্ষক কবি অবিচল আব্দুল মান্নান আর নেই, বিভিন্ন মহলের শোক
    Top