বরিশাল
শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধণা
নিজস্ব প্রতিবেদক, আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুবর্ণ জয়ন্তী উৎসবে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা সদরের সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ সরদার আকবর আলী, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার প্রমুখ। শেষে মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানীদের সাথে সম্মুখ যুদ্ধে নিহত উপজেলার ১৬জন শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের বিশেষ সন্মাননা প্রদান করা হয়।