গৌরনদী
গৌরনদীতে জাতির পিতার জন্মশত বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তর, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা এসব কর্মসূচি পালন করেছেন।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল দশটায় গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, ওসি আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সি, জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সভাপতি খোকন আহম্মেদ হীরাসহ অন্যান্য নেতৃবৃন্দরা।