গৌরনদী
৫২‘র ভাষা আন্দোলন ও কাজী গোলাম মাহবুব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে সর্বদলীয় রাস্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে “৫২‘র ভাষা আন্দোলন ও কাজী গোলাম মাহবুব” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সহ-সভাপতি কাজী খাদিজা আকাতারের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এ ছাড়া বক্তব্য রাখেন পৌর সভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আল আমিন, শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দিন, সাবেক সভাপতি টি.এম. আলতাফ হোসেন, লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাসান জাকি রিপন, ফাউন্ডেশনের সহ-সাধারন সম্পাদক কাজী সরোয়ার হোসেন, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, উত্তর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, ইসলামি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ছিবরুল আশরাফ হেমায়েত, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ জামিল হোসেন, সহপ্রচার সম্পাদক মোঃ হাসান, বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক আরেফীন রিয়াদ, আওয়ামীলীগ নেতা মোঃ জলিল তালুকদার। বক্তব্য রাখেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ভাতিজা মোঃ সাইফুল ইসলাম, নাতি ওমর ফারুক রসি