গৌরনদী
গৌরনদীতে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহামুদ (উট পাখি) ভোট গ্রহনে সুক্ষ কারচুপি ও নানা অনিয়মের অভিযোগ এবং কারচুপিতে প্রশাসনের সহায়তার অভিযোগ এনে রোববার সন্ধ্যায় উত্তর বিজয়পুরস্থ নিজ বাড়িতে সমর্থকদের উপস্থিতে সংবাদ সম্মেলণ আয়োজন করেন।
সংবাদ সম্মেলণে তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালী নেতাদের নির্দেশে সংশ্লিষ্ট নির্বাচন অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, গৌরনদী মডেল থানার ওসির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সুষ্ঠ ও শান্তিপূর্ন ভোট গ্রহনের পর ভোট গণনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ও প্রশাসনের কর্মকর্তারা আমাকে জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেন। আমাকে ভোট গননায় থাকতে দেন নাই। নির্বাচনী সুক্ষ কারচুপির মাধ্যমে আমার উটপাখি মার্কার ৬৬টি ভোট নষ্ট করেছে, গননায় দূর্নীতি করেছে। পরবর্তিতে ২৮ ভোটের ব্যবধানে আমার প্রতিদ্বন্ধী প্রার্থী আতিকুর রহমানকে (টেবিল ল্যাম্প) বিজয়ী ঘোষনা করেছে। আমার এজেন্টরা পূনরায় ভোট গণনার কথা বললে প্রশাসনের লোকজন বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। ৬নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ফলাফল বাতিল পুনঃ নির্বাচনের দাবি জানান।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, অভিযোগ সঠিক নয়। প্রার্থীকে গননাকালে বের করে দেয়ার কোন ঘটনা ঘটেনি।