গৌরনদী
মিজানুর রহমান খান স্মরনে বরিশালের ৫ উপজেলার সাংবাদিকদের স্মরন সভা ও দোয়া মোনাজাত
নিজস্ব প্রতিবেদক, বরিশালের ৫ উপজেলার কর্মরত সাংবাদিকরা গতকাল মঙ্গলবার দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের মৃত্যুতে স্মরন সভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে। উজিরপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত স্মরন সভায় বরিশালের উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া, বাবুগঞ্জ ও বানরীপাড়া উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।
উজিরপুর রিপোটার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত স্মরন সভার সভাপতিত্ব করেন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ জহির খান। মিজানুর রহমানের কমমর্য় জীবনের সততা, আদর্শসহ নানান দিক নিয়ে বক্তব্য রাখেন মিজানুর রহমানের স্বজন আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান খান, প্রথম আলোর প্রতিনিধি জহুরুল ইসলাম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ, বাবুগঞ্জ বিমান বন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহম্মেদ, উজিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, বানরীপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন মোল্লা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শামীমুল ইসলাম, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ সোহেল, সিনিয়র সাংবাদিক ওমর আলী প্রমূখ।
এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উজিরপুরের বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যক্তিত্ব গুঞ্জন সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা মো. ফরিদ হোসেন। পরে সাহসী ও নির্ভীক সাংবাদিক মিজানুর রহমান খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ওই শোকসভায় মোনাজাত পরিচালনা করেন পৌর সদরের জামিয়া কারিমিয়া মুসলিমপাড়া কওমী মাদরাসার শিক্ষক মাওলানা মো. নাসির উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুরের বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যক্তিত্ব গুঞ্জন সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা মো. ফরিদ হোসেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-প্রচার সম্পাদক হাসান মাহামুদ, দ্যা পিপলস টাইমস’র বরিশাল ব্যুরো মো. লিজন, আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাইফুল ইসলাম, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ননী গোপাল, বিমানবন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো. আল-আমিন, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জাকির হোসেন, শিক্ষানবীশ আইনজীবী সাকলাইন হোসেন খান, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি কমল বাড়ৈ পুলক, ক্রীড়া সম্পাদক মোঃ রাসেল খান, কার্যনির্বাহী সদস্য দিলীপ কুমার মন্ডল, তানভীর ইসলাম, মো. জাহাঙ্গীর হোসাইন নুরুল্লাহ, শাকিল আহম্মেদ সহ স্থানীয় বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মিজানুর রহমান খান ছিলেন একজন সৎ, সাহসী ও আদর্শবান সাংবাদিক। দিন দিন সাংবাদিকরা যে ভাবে সমাজে মর্যদাহীন হচ্ছে, আস্থা হারাচ্ছে এ অবস্থা থেকে উত্তরন ঘটাতে হলে মিজানুর রহমান খানের আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে। তার মত দায়িত্বশীল ও সু-সাংবাদিকতা চর্চা করতে হবে। মিজানুর রহমানের নীতি নৈতিকতাকে প্রতিষ্ঠা করতে হবে। দোয়া মোনাজাত পরিচালনা করেন উজিরপুর মুসলিম পাড়া জামিয়া ক্বারীয়ানা মাদ্রাসা ও এতিমখানার মোহতামীম মাওলানা মোঃ নাসির উদ্দিন।