গৌরনদী
বরিশালে তিন দিন ব্যাপি সাংবাদিক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, পিআইবির উদ্যোগে বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহায়তায় তিন দিন ব্যাপি “অনুসন্ধানমূলক রিপোর্টিং” প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান শনিবার বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পিআইবির মহা পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন পিআইবির সহকারী প্রশিক্ষক বারেক হোসেন, ফ্যাসিলেটর জুলফিকার আলী, কাজী আনিস, বরিশালের সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান, সুশান্ত সরকার ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রশিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন বরিশালের সিনিয়র সাংবাকি ও প্রথম আলো প্রতিনিধি জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানে জেলার ৩৫জন সাংবাদিক প্রশিক্ষনে অংশ নেন।