গৌরনদী
নবাগত বরিশাল জেলা প্রশাসকের সাথে গৌরনদী প্রশাসন ও সুধীজনদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, বরিশালের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর সাথে গৌরনদী উপজেলা প্রশাসন ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্র্রাসনের উদ্যোগে সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (বীর বিক্রম), পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন। বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নিজামুল হায়দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েদ আমরুল্লাহসহ সাংবাদিক, শিক্ষকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সকলের সহযোগীতা কামনা করেন।