গৌরনদী
আগৈলঝাড়া ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির ১৩ জনের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলা, পৌর ও আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা দেয়ার একদিন পরেও এলাকায় বিতর্ক সৃষ্ঠি হয়েছে। আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ১৩ জন গতকাল সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মাহফুজুল আলম ও সাধারন সম্পাদক মোঃ কামরুল আহসান স্বাক্ষরিত এ কমিটি ঘোষনা করা হয়। দীর্ঘ দিন দুই উপজেলায় ছাত্রদল কমিটি বিহীন থাকার পরে নতুন এ কমিটি ঘোষনা করা হয়। গৌরনদী উপজেলা আহবায়ক কমিটিতে মোঃ রুবেল গোমস্তাকে আহবায়ক আল আমিন মোল্লাকে সদস্য সচিব ও সৈয়দ আমিনুল ইসলামকে ৩নং যুগ্ম আহবায়কসহ ১৩ জনকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। গৌরনদী পৌর সভা আহবায়ক কমিটির আহবায়ক করা হয়েছে মোঃ রাসেল হাওলাদার ও সদস্য সচিব করা হয়েছে শরীফ মশিউর রহমানকে। একই দিন বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে মোঃ হামিদুল ইসলামকে আহবায়ক ও মোঃ রাতুল ইসলাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি করা হয়েছে। দীর্ঘ ১৯ বছর পর আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের উপজেলা আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
মোঃ হামিদুল ইসলামকে আহবায়ক ও মোঃ রাতুল ইসলাকে সদস্য সচিব ও ১৩ জনকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা হওয়ার একদিন পরে নব গঠিত কমিটির স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটির ৮ জন যুগ্ম আহবায়ক ও ৫ জন সদস্য পদত্যাগ করার ঘোষনা দেন। পদত্যাগকারী নেতারা হলে যুগ্ম আহবায়ক আবু বকর, সাব্বির আহম্মেদ, এস.এম জহিরুল ইসলাম, সাব্বির সিকদার, অনুপ কুমার সরকার, মিরাজ শাহ, নাহিদ মোল্লা ও মৃনাল কান্তি জয়ধর। সদস্যরা হলেন, সুজন খান, রাজীব খান, বাহাদুর রহমান, মাইনুল ইসলাম ও সুজিত রায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পদত্যাগকারী যুগ্ম আহবায়ক আবু বকর লিখিত বক্তব্যে বলেন, কমিটিতে সিনিয়র জুনিয়র সামজস্য না রেখে হাসি তামাসার কমিটিতে পরিনত করেছে। শুধু তাই নয় মাদক ব্যবসায়ী, প্রতারক, নারী পাচারকারী ও ক্ষমতাসীন দলেরে এজেন্টদের অর্ন্তভুক্ত করে কমিটি ঘোষনা করা হয়েছে। নিজেদের সম্মান বাঁচাতে আমরা পদতাগ করেছি। এ প্রসঙ্গে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক বলেন, ১০ জনের নাম ব্যবহার করে ও স্বাক্ষর জাল করে সদ্য ঘোষিত কমিটিকে বিতর্কিত করতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মাহফুজুল আলম অভিযোগ অস্বীকার করে এ প্রসঙ্গে বলেন, যথাযথভাবে ছাত্রদলের যোগ্য ও তাগী নেতাদের নিয়ে কমিটি ঘোষনা করা হয়েছে।