গৌরনদী
গৌরনদীতে ইউএনওর সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির মা আমেনা বেগমের নামে প্রতিষ্ঠিত জেলার গৌরনদী আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকদেও সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
বৃহস্পতিবার সকালে ইউএনও’র কার্যালয়ে মতবিনিময় সভার শুরুতেই সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসকে ফুলের শুভেচ্ছা জানান কলেজের শিক্ষক-কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডাঃ মোঃ শাহজাহান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ কে এম সাইদ মাহমুদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তীর নিতাই লাল, প্রভাষক ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, ডাঃ নুরুল আনোয়ার এনায়েত, ডাঃ হাফিজুর রহমান রিয়াদ, ডাঃ পঙ্কজ হালদার, ডাঃ জনার্ধন চ্যাটার্জী, ডাঃ তরুন চক্রবর্তী, প্রশাসনিক কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ কোরাইশীসহ প্রমুখ।