গৌরনদী
উজিরপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত-১০
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর পৌরসভার নির্বাচনে কাউন্সিলর দুই প্রার্থরী প্রচারনাকে কেন্দ্র করে শনিবার রাতে পৌর সভার ১নং ওয়ার্ডের দক্ষিন মাদার্শী মহল্লায় আওয়ামীশ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত দুই জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় লোকজন ও আহত ও পুলিশ জানায়, উজিরপুর পৌর সভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হন উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফরিদ হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী (ডালিম)। শনিবার রাত পোনে ৭টার দিকে কাউন্সিলর প্রার্থী মোঃ ফরিদ হোসেনের (উটপাখি) একটি মিছিল নিয়ে দক্ষিন মাদার্শী হরলাল সাধুর বাড়ির সামনে পৌছলে প্রতিদ্বন্ধী কাউন্সিলর প্রার্থী অসীম ঘরামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফরিদ হোসেন অভিযোগ করে বলেন, আমি আমার দুই শতাধিক নারী সমর্থকদের নিয়ে একটি মিছিল নিয়ে ওয়ার্ড প্রদক্ষিন করার সময় আমার প্রতিপক্ষ অসীম ঘরামী ও তার দুই সমর্থক মিছিলে মটরসাইকেল তুলে দেয়। এ সময় আমার স্ত্রী সাবিনা আক্তার (২৬) রক্তাক্ত আহত হন। এ নিয়ে আমি প্রতিবাদ করলে অসীমের নেতৃত্বে মিছিলে হামলা চালিয়ে ৫ নারীসহ ৭ জনকে রক্তক্ত আহত করে। গুরুতরভাবে আহত সাবিনা আক্তার (২৬)সহ দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর প্রার্থী অসীম ঘরামী বলেন, আমার কয়েক জন সমর্থক রাস্তার পাশে দাড়িয়ে গন সংযোগ করার সময় ফরিদ হোসেনের মিছিল থেকে সন্ত্রাসী বিকাশ, জালাল আমার সমর্থক কাউয়ুম হোসেনের (২৬) উপর হামলা চালায়। এ সময় প্রতিবাদ করলে আমার তিন সমর্থককে মারধর ও আমার মটরসাইকেল ভাঙচুর করেছে। সংঘর্ষের ঘটনায় প্রার্থী মোঃ ফরিদ হোসেন বাদি হয়ে প্রতিদ্বন্ধী প্রার্থী অসীম কুমার ঘরামীকে প্রধান করে ১০/১২ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে।