সারাদেশ
গৌরনদীতে শীতার্ত দেরমাঝে কম্বল বিতরন
নিজস্ব প্রতিবেদক, “এসো হাতে হাত মিলাই, অসহায়দেও পাশে দাড়াই” এ শ্লোগান নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোকিত পরিবার ফাউন্ডেশন (এসএসসি ২০১৩ সালের ব্যাচের) উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
উপজেলার ধানডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে ফাউন্ডেশনের সভাপতি এসএম রাসেদ আলমের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ ছালাম সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হাসান, চাঁদশী ঈশ^র চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, মোক্তার ফুড প্রোডাক্টস এর সত্ত¡াধিকারী বিশিষ্ট সমাজ সেবক মোক্তার হোসেন সিকদার, ধানডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সালেহা আক্তার, কাজী মোকলেছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জাকির হোসেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম সিকদার, যুবলীগ নেতা রমজান আলী। শেষে ১৫০ জন অসহায় ও হতদরিদ্রকে কম্বল বিতরন করা হয়।