গৌরনদী
সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক লতিফ স্যার আর নেই
নিজস্ব প্রতিবেদক,
সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক আব্দুল লতিফ ভূঁইয়া (৭৫) শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আশোকাঠী গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। বিকেল ৩টায় গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বাদ আসর জানাজা নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি উল্লাহ, সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন ভূইয়া, বার্থী হাইস্কুলের প্রধান শিক্ষক বিএম ইদ্রিস আহম্মেদসহ শিক্ষক-কর্মচারীরা।