গৌরনদী
উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে গৌরনদীর নবাগত ইউএনওর মত বিনিময়
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসের সাথে গৌরনদীর পেশাজীবি সাংবাদিকদের সংগঠন উপজেলা প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর বারটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনওকে ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন উপজেলা প্রেসক্লাবের সদস্যরা। পরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মণিষ চন্দ্র বিশ্বাস, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব জামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি বদরুজ্জামান খান সবুজ, সহসম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহামুদ, সহদপ্তর সম্পাদক প্রেমানন্দ ঘরামী, সহপ্রচার সম্পাদক হাসান মাহামুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, আতাউর রহমান চঞ্চল, জিএম জসিম হাসান, মেহেদী হাসান লিজন, রনি মোল্লা, সৌরভ হোসেন, নাসিরুল ইসলাম লিটু, সাংবাদিক এমডি ফাহাদ হোসেন প্রমুখ।