গৌরনদী
গৌরনদীতে মাক্স না পরায় জড়িমানা
নিজস্ব প্রতিবেদক, কোভিট-১৯ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরা নিশ্চিত করনের লক্ষে শনিবার বরিশালের গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস উপজেলার গৌরনদী বাসষ্টান্ড এলাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় তিন পথচারি ও একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জড়িমানা করা হয়।
পুলিশ জানায়, কোভিট-১৯ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরা নিশ্চিত করনের লক্ষে শনিবার বরিশালের গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস উপজেলার গৌরনদী বাসষ্টান্ড এলাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানকালে উপজেলার গৌরনদী বাসষ্টান্ডে আগত পথচারীদের মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে বিভিন্ন প্রচারনা, মাক্স বিতরন ও ব্যবসায়ী, দোকান মালিক ও ব্যবসায়ীদের মাক্স ব্যবহারে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় তিন পথচারি ও একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জড়িমানা করা হয়।গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস জানান, করোনা প্রতিরোধে ও মাক্স ব্যবহার নিশ্চিতকরনে অভিযান অব্যহত থাকবে।