গৌরনদী
গৌরনদীর বীর মুক্তিযোদ্ধা জাবেদ ছালামকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ নেতা জাবেদ ছালাম (৬৭) বøাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাত ৮টার সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির ওয়ানিল্লাহির রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। জুম্মাবাদ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ ফরহাদ হোসেন মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রাঢ়ী, খান শামছুল হক, মোঃ নুরুল ইসলাম মিঞা, নিতাই লাল চক্রবর্তী, আব্দুল হালিম সরদার, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, স্বেচ্ছাবেকলীগের সভাপতি মোঃ ফারুক বেপারীসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুজিব বাহীনির প্রধান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি), সাধারন সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্টাতা আলহাজ¦ আবুল হোসেন মিয়া।