গৌরনদী
উজিরপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক, আসন্ন পৌর সভার প্রথম দফার নির্বাচনে বরিশালের উজিরপুর পৌর সভার মেয়র প্রার্থী হিসেবে উজিরপুর উপজেলা ও বরিশাল জেলা আওয়ামীলীগ যৌ সভায় উজিরপুর পৌর সভার বর্তমান মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর নাম এককভাবে প্রস্তাব করে কেন্দ্রে প্রেরন করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রথম দফায় আগামি ২৮ ডিসেম্বর উজিরপুর পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন। উজিরপুর পৌর সভার প্রার্থী নির্বাচন করতে শুক্রবার বিকেলে বরিশাল জেলা ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উজিরপুর পৌর সভার মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারীকে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয় এবং ওই দিন দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে একক নাম হিসেবে কেন্দ্রে মোঃ গিয়াস উদ্দিনের নাম প্রস্তাব করে পাঠানো হয়েছে।
উজিরপুর পৌর সভা নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী হিসেবে মোঃ গিয়াস উদ্দিন বেপরীর একক নাম প্রস্তাব পাঠানোর কথা স্বীকার করে বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল -২ আসনের সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, উজিরপুর ও বরিশাল জেলা আওয়ামীলীগের সিদ্বান্ত মোতাবেক দলীয় স্বার্থ সংরক্ষন ও যোগ্য প্রার্থী বিচেনায় বর্তমান মেয়র মোঃ গিয়াস উদ্দিনকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছে।