বরিশাল
উজিরপুরে মাহেন্দ্রা যাত্রী তরুনীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষনের চেষ্টা, মামলা দায়ের চালক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুরে মাহেন্দ্র চালক ও মালিক গত বুধবার রাতে এক তরুনী যাত্রীকে (২২) ভিন্ন পথের নির্জন স্থানে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মাহেন্দ্রা চালক ইব্রহীম বেপারীকে (২৬) গ্রেপ্তার করে বৃহস্পতিবার বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্্েরটড আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
মামলার বাদি জানান, মাহেন্দ্রা চালক উজিরপুরের মার্দাশী গ্রামের তোফাজ্জেল বেপারীর পুত্র ইব্রাহীম বেপারী (২৬) ও মাহেন্দ্রা মালিক সবুজ হোসেন (২৭) বুধবার রাত ৭টার দিকে বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে থেকে সে (তরুনী) অন্য দুই নারী যাত্রী নিয়ে উজিরপুরে উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে নয়া হাট নামক স্থানে দুই নারী যাত্রী নেমে যান। ওই সময় মাহেন্দ্রা চালক আর কোন যাত্রী না তুলে একমাত্র তাকে নিয়ে উজিরপুরের ইচলাদীর দিকে এগুতে থাকে। রাত পোনে ৮ টার দিকে শিকারপুর মেজর এম, এ জলিল সেতু পার হয়ে ইচলাদী না গিয়ে মাহ্রেন্দ্রা চালক ভিন্ন পথের পকেট রোডে ঢুকে পরে এবং উজিরপুর জিজি স্কুলের সড়কে ঢুকে সড়কের ফরিদ খানের বাড়ীর সামনে নির্জন স্থান বাগান এলাকায় নিয়ে তাকে জোর পূর্বক মাহেন্দ্রা চালক ইব্রাহীম বেপারী ও মাহেন্দ্রা মালিক সবুজ হোসেন ধর্ষনের চেষ্টা চালায়।
স্থানীয় পথচারী রুস্তুুম সরদার (৩২) জানান, তিনি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাত পোনে ৮টার দিকে এক নারী কন্ঠের কান্না শুনতে পেয়ে এগিয়ে যান । এ সময় এক নারীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালাতে দেখে ডাক চিৎকার দিলে আশ পাশের লোকজন ছুটে আসলে মাহেন্দ্রা চালক ও মালিক নারীকে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। গ্রামবাসি মটরসাইকেল নিয়ে ধাওয়া মাহেন্দ্রাসহ চালক ইব্রাহীমকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ সময় মাহেন্দ্রা মালিক সবুজ হোসেন পালিয়ে যায়।