গৌরনদী
গৌরনদীতে এ কেমন শত্রুতা , খাবারে বিষ দিয়ে ১১ গরু হত্যা, দিশেহারা খামারি
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে সোমবার রাতে অজ্ঞাতনামা দূবৃত্তরা একটি গরুর খামারে খড়কুটাসহ খাবারের সাথে বিষ মিশিয়ে ১১টি গরু হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে খামারির প্রায় ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে স্থানীয়রা জানান। ১১টি গরু হত্যার পর দিশেহারা হয়ে পড়েছে খামারি ইয়াকুব ফকির (৩৫)।
স্থানীয় লোকজন, খামারি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদী উপজেলা সদরের গেরাকুল গ্রামের ইয়াকুব ফকির (৩৫) ৩/৪ টি অস্টেলিয়ান গরু নিয়ে নিজ বাড়িতে একটি গরুর খামার করেন। খামার করে পবিাার পরিজন নিয়ে ইয়াকুব ফকিরের সংসার ভাল ভাবেই চলছিল । বর্তমানে তার খামারে ১৬টি অষ্ট্রেলিয়ান গরু রয়েছে। যার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। খামারের তদারককারী মানিক হোসেন (৫২) জানান, সোমবার সন্ধ্যার পরে পর্যায়ক্রমে ১১টি গরুকে খামারে খড়কুটার খাবার দেয়া হয়। খামারের গরু খাবার খেয়ে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে সুস্থ্য সবল বড় বড় গরু গুলো একে একে দাপাতে দাপাতে মাটিতে লুটিয়ে পরে পেট ফুলে উঠে মারা যায়। আক্রান্ত হওয়ার ৫/৭ মিনিটের মধ্যে গরু মারা গেছে। আধা ঘন্টার মধ্যে ১১টি মারা যায়।
স্থানীয়রা জানান, খামার দেখাশুনার কাজে নিয়োজিত মানিকের ডাক চিৎকার শুনে তারা ছুটে এসে গরুগুলো মারা যাওয়ার দৃশ্য দেখতে পান। দ্রæত তারা উপজেলা প্রানী সম্পাদ বিভাগকে খবর দেন। গৌরনদী উপজেলা প্রানী সম্পদ বিভাগের ভেটেনারী সার্জন ডাঃ মাসুম বিল্লাহ জানান, গরুগুলো কোন রোগে মারা যায়নি, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। খামারের মালিক ইয়াকুব ফকির (৩৫) বলেন, শত্রæতা করে আমার সাথে এই কাজ কেউ করতে পারে তা আমার ধারনার বাইরে কিন্তু যেহেতু বিষযুক্ত খাবার খেয়ে খাদ্যে বিষ ক্রিয়ায় গরুগুলো মারা গেছে সেহেতু শত্ত্রু পক্ষ যে এই কাজ করেছে তাতে কোন ভূল নাই। আমার সব শেষ হয়ে গেছে। ১১টি গরু মারা যাওয়ায় প্রায় ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি কি দিয়ে ঋৃন শোধ করবো আর কি দিয়া সংসার চালাবো। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহিদুজ্জামা বলেন, এ ঘটনায় গরুর খামার মালি ইয়াকুব ফকির একটি সাধারন ডায়রী করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।