গৌরনদী
গৌরনদীতে স্কুল ছাত্রীর অপহরনের ঘটনায় মামলা দায়ের অপহরনকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এ,এন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী অপহরনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতার বাবা বাদি হয়ে রোববার রাতে গৌরনদী মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করেছে। পুলিশ রোববার রাতে অপহৃতাকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেপ্তার করেছে।
বাদি এজাহারে উল্লেখ্য করেন, তার কন্যা ও মাহিলাড়া এ,এন ম্যধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী (১৩)কে একই গ্রামের আব্দুর রব হাওলাদারের বখাটে পুত্র আমিন সরদার (২৬) উত্যক্ত করে আসছিল। মেয়েকে উত্যক্তের ঘটনানাটি বখাটের বাবা ও বড় ভাইর কাছে বিচার দিলে তারা কোন বিচার না করায় মেয়েকে অপহরনের হুমকি দেন। গত ১৯ সেপ্টেম্বর তার মেয়ে মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ে এ্যাসাইমেন্ট জমা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে বিদ্যালয়ের সামনে পৌছলে ঢাকা-বরিশাল মহাসড়কে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বখাটে আামিন সরদার তার সহযোগীদের নিয়ে অপহরন করে নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, এ ঘটনায় অপহৃতার বাবা বাদি হয়ে আমিন সরকাকে প্রধানসগ তিনজনের নাম উল্লেখ করে রোববার রাতে গৌরনদী মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করেছে। পুলিশ রোববার রাতে ফরিদপুর সদর থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরনকারী আমিন সরদারকে গ্রেপ্তার করেছে। সোমবার অপহারকারীকে ডাক্তারী পরীক্ষা, আদালতে জবানবন্দির দেয়ার জন্য এবেং আসামিকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় করাগারে পাঠিয়েছে।