গৌরনদী
অবশেষে মামলা রুজু, হামলার প্রধান হোতা গ্রেপ্তার, অভিযুক্ত এ,এস,আই মিজানকে অব্যহতি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ হামলা কুপিয়ে জখম করা ঘটনায় অবশেষে গৌরনদী মডেল থানা পুলিশ মামলা রুজু করে হামলাকারীর প্রধান হোতা আনিচ হাওলাদারকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করে বরিশাল জেল হাজতে প্রেরন করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান অব্যহতি দিয়ে উপ-পরিদর্শক (এস,আই) জোবায়েরকে মামলা তদন্তের দায়িত্ব প্রদান করা হয়েছে।
নলচিড়া ইউনিয়নের পিংলাকাঠী গ্রামে গভীর নলকুপের পানি নেওয়াকে কেন্দ্র করে বিরোধের ধরে গ্রামের অসহায় দিনমজুর এসকেন হাওলাদার ও তার স্ত্রী সেফালী বেগমকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে প্রতিবেশী আনিচ হাওলাদার, আজাহার হাওলাদার ও মিরাজ হাওলাদারসহ ৫/৬ সমর্থক। এ ঘটনায় রবিবার মামলা দিতে গেলে গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) মিজানুর রহমান দুই দফায় ২ হাজার ৮ শত টাকা নিয়ে মামলা রুজু না করে আসামির পক্ষে সালিস মিমাংসায় বাধ্য করতে অভিযোগকারী ইয়াসমিনকে ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দেন।
বৃহস্পতিবার বিভিন্ন পত্রিকায় “এএমসআইর বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গৌরনদী থানা পুলিশ ইয়াসমিনের অভিযোগটি মামলা হিসেবে রুজু করে হামলার প্রধান হোতা আনিচ হাওলাদারকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করে বরিশাল জেল হাজতে প্রেরন করেছে। এছাড়া এএসঅই মিজানুর রহমা কে মামলার দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে গৌরনদী মডেল থানার এসঅই মো. জোবায়ের হোসেনকে দায়িত্বভার প্রদান করেন। গৌরনদী থানার র্ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে অসহায় পরিবারের প্রতিন ন্যায় বিচারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে।