গৌরনদী
গৌরনদীর পৌর নির্বাচনে ৬নং ওয়ার্ডে সম্ভব্য কাউন্সিলর প্রার্থী ভিপি সুমনের উদ্যোগে বিশাল সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী পৌর সভার নির্বাচনে প্রতিটি ওয়ার্ডেই সাম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা আগাম প্রচার প্রচারনা শুরু করেছে। প্রতিটি ওয়ার্ডেই প্রার্থীরা গনসংযোগ, মিছিল মিটিং শুরু করেছে। শনিবার ৬নং ওয়ার্ডের সাম্ভব্য কাউন্সিলর প্রার্থী সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ ওরফে সুমন মোল্লার উদ্যোগে গোবর্দ্ধন আন্দিরপাড় বালু মাঠে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে কয়েক হাজার নারী পুরুষ মিছিল নিয়ে গৌরনদী উপজেলা সদরের গৌরনদী বাসষ্টান্ড প্রদক্ষিন করে।
বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুরু ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী অটো টেম্পু শ্রমিক সমিতির সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুস সাত্তার হাওলাদার, উত্তর বিজয়পুরের বিশিষ্ট সমাজ সেবক মোঃ আজিজ হাওলাদার, মোঃ শামছুল হক সরদার, মোঃ জাহাঙ্গীর ভূইয়া, মোঃ হারুন উকিল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেন্টু খান, আব্দুল মান্নান সরদার, মোঃ জালাল সরদার, আরজু হাওলাদার, মোঃ জাফর, মোঃ মজিবর, আকফাত সিকদার, হারুন উকিল, নুরু উকিল, সোহরাব সরদার, মান্নান সরদার প্রমূখ। সমাবেশে ৬নং ওয়ার্ডের উত্তর বিজয়পুর, শাওড়া, গোবর্দ্ধনসহ বিভিন্ন গ্রাম থেকে দল-বল নির্বিশেষে নারী-পুরুষ সহ কয়েক হাজার মানুষ খন্ড খন্ড মিছিল নিয়ে ভিপি সুমনের সমাবেশে যোগদান করে।
সমাবেশে বরিশাল-১ আসনের সাংসদ, স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়ের জাতীয় সংসদের সংসদীয় কমিটির চেয়ারম্যান, শান্তিচুক্তি প্রণেতা জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ ওরফে সুমন মোল্লা আসন্ন পৌর সভার নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সাম্ভব্য প্রার্থী হিসেবেও সুমন মোল্লা সকলের কাছে দোয়া চান।