গৌরনদী
প্রথম আলোর ২২ বছর পূর্তি উপলক্ষে গৌরনদীতে কেককাটা ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, প্রথম আলোর ২২ বছর পূর্তি উপলক্ষে গৌরনদী বন্ধুসভার উদ্যোগে কেককাটা, শুভেচ্ছাপত্র বিতরন, শপথ গ্রহন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল আলম আকন। প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটার পরে বন্ধুসভার সভাপতি শ্রী কৃঞ্চ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী বন্ধুসভার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রথম আলো বন্ধু সভার সাবেক সভাপতি ও গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি মো. খায়রুল ইসলাম, প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা চায়না দেবনাথ, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক শামীম মীর, গৌরনদী বন্ধু সভার সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রাজীব হোসেন । সভায় ২২ বছর পূর্তি উপলক্ষে একটি ভাল কাজের অংশ হিসেবে সড়ক পরিস্কার পরিচ্ছন্নতা কমূসূচী হাতে নেওয়া হয়।