গৌরনদী
দাবিকৃত চাঁদা না পেয়ে অশ্লীল ভিডিও ফেইসবুকে ছড়ানোর মামলায় যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের এক যুবতির অশ্লীল ভিডিও ও স্থির ছবি দিয়ে জিম্মি করে চাঁদা দাবি করে কতিপয় যুবক। এ ঘটনায় স্বামী পরত্যিক্তা নারী বাদি হয়ে ৬ জনকে আসামি করে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেন। গৌরনদী মডেল থানা পুলিশ এজাহারভুক্ত আসামি কামাল ঘরামীকে গ্রেপ্তার করে বরিশাল জেল হাজতে প্রেরন করেছে।
এজাহারে জানা গেছে, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের স্বামী পরিত্যক্তা যুবতির (২৪) সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচয় হয় পাশ্ববর্তি উজিরপুর উপজেলার গঠিয়া ইউনিয়নের গুঠিয়া গ্রামের যুবক ফারুক হোসেন মোল্লার (৩০)। পরিচয়ের পর ফারুক মোল্লার সঙ্গে মুঠোফোনের ইমুতে যুবতির নিয়মিত কথা হয়। ২০১৮ সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তিতে ফারুক হোসেন তার (বাদির) অজান্তে খোলামেলা অশ্লীল ভিডিও স্থির চিত্র মুঠোফোনে রেকর্ড ধারন করে। ওই ডিডিও দিয়ে জিম্মি করে যুবতির কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে স্থানীয় কতিপয় যুবক। দাবিকৃত চাঁদা না দেয়ায় অশ্লীল ভিডিও ও অশ্লীল ছবি তিনটি আইডি থেকে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গত ২২ অক্টোবর যুবতি বাদি হয়ে ৬ জনকে আসামি করে আইসিটি আইনে একটি মামলা করেন।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, যুবতির অজান্তে অশ্লীল ভিডিও ও ছবি ধারন করে তাকে জিম্মি করে চাঁদা দাবি করা মামলার এজাহারভূক্ত আসামি কালাম ঘরামীকে (৪২) পুলিশ গত সোমবার ভূরঘাটা থেকে গ্রেপ্তার করেছে। বরিশাল জেল হাজতে প্রেরন করেছে।