সারাদেশ
উজিরপুরে সড়ক দূর্ঘটনায় মসজিদের ইমাম নিহত, আহত ১
নিজস্ব প্রতিবেদক, উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম সাবেক পুলিশ কর্মকর্তা আঃ গনি সরদার (৮০) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় পূজা (১৪) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। বরিশাল-বানারীপাড়া সড়কের উজিরপুরের গুঠিয়া ব্রীজে যাত্রীবাহী বাস বরিশাল-ব-০৫-০০৭৫ নম্বরের গাড়ির চাপায় রবিবার বেলা ১১টায় এ দূর্ঘটনা ঘটে। নিহত গণি সরদার গুঠিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা। অপরদিকে আহত পূজা বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের অসীম দাসের মেয়ে। সে গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। আহতকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিক্ষুব্দ শতশত স্থানীয় জনতা রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। খবর পেয়ে উজিরপুর ও বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্দ জনতাকে শান্ত করে। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান ঘটনার সত্যতা স্বীকার করে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।